ওয়াশিংটন, লস অ্যানজেলেস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ

ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রে নির্বাচনের রাতটি উত্তেজনায় ভরা। এ রাতেই ওয়াশিংটন ডিসি’তে বিক্ষোভ হয়েছে। তাতে ধস্তাধস্তি হয়েছে। ফলে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। ভোট গ্রহণ শেষ হয়ে তা গণনা শুরু হতেই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় ওয়াশিংটনে। এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ক্যাপিটল ভবন এলাকায় বিক্ষোভ করেছে কয়েক শত মানুষ। এ সময়ে তারা গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

স্লোগান দিতে থাকে- ‘যদি আমরা ন্যায়বিচার না পাই, তাহলে তারা শান্তিতে থাকতে পারবে না!’ এ খবর দিয়ে বিবিসি বলছে, এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। তবে হোয়াইট হাউজের বাইরে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর দিয়েছে এনবিসি।  সিবিএস নিউজের সাংবাদিক ক্রিশ্চিনা রুফিনি টুইটে বলেছেন, এ সময় কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। তবে লস অ্যানজেলেস, ক্যালিফোর্নিয়া, র‌্যালি, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, অরিগন এবং নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভে ধস্তাধস্তি হয়েছে। উল্লেখ্য, নির্বাচনের আগেই সহিংসতার আশঙ্কায় ব্যবসায়ীরা আগাম সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছেন। জানালা, দরজায় অতিরিক্ত সুরক্ষামুলক ব্যবস্থা গ্রহণ করেছেন।

Advertisement