আমরা জিততে চলেছি, জাতি আমাদের সঙ্গে আছে

ব্রিট বাংলা ডেস্ক :: ব্যাটলগ্রাউন্ডগুলোতে ক্রমাগত এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে জো বাইডেন বলেছেন, পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই লড়াইয়ে আমরা জিততে চলেছি। এখনও আমাদের বিজয় চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু ইলেকটোরাল কলেজ ভোট ও ভোট গণনা আমাদেরকে বলছে সব কিছু পরিষ্কার। পুরো জাতি আমাদের সঙ্গে আছে। তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এ খবর প্রকাশ হওয়ার পরই দৃশ্যপট পাল্টে যেতে থাকে। অনেকেই মনে করতে থাকেন তিনি বিজয় ঘোষণা করবেন। কিন্তু দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই রাজনীতিক মাথা ঠাণ্ডা রাখলেন। তিনি নিজের রাজ্য দেলাওয়ারের উইলমিংটন থেকে বললেন, আমরা এই লড়াইয়ে জিততে চলেছি।

গতকাল থেকে কি ঘটে চলেছে সেদিকে দৃষ্টি দিন। ২৪ ঘন্টা ধরে আমরা জর্জিয়াতে পিছিয়ে ছিলাম। এখন এগিয়ে গেছি। ওই রাজ্যে আমরা জয় পেতে চলেছি। ২৪ ঘন্টা আগে আমরা পেনসিলভ্যানিয়াতেও পিছিয়ে ছিলাম। এখন সেখানে জয় পেতে চলেছি। এখন আমরা এগিয়ে আছি। আমরা অ্যারিজোনা এবং নেভাদায়ও জয় পেতে চলেছি। আসলে নেভাদায় আমাদের লিড এখন প্রায় দ্বিগুন। আমরা এখন তিন শতাধিক ইলেকটোরাল কলেজ ভোট পেতে চলেছি। আমরা সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেতে চলেছি। জাতি আমাদের সঙ্গে আছে।

Advertisement