টাওয়ার হ্যামলেটসে মেয়রাল সিস্টেম নিয়ে নতুন রেফারেন্ডামের পক্ষে লেবারগ্রুপের ভোট

ব্রিটবাংলা ডেস্ক : মেয়রাল সিস্টেম নিয়ে নতুন রেফারেন্ডাম হচ্ছে টাওয়ার হ্যামলেটসে। সোমবার রাতে টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের বৈঠকে রেফারেন্ডামের পক্ষে ভোট দেন দলীয় কাউন্সিলাররা। বৈঠকে মেয়রাল সিস্টেম নিয়ে বারায় নতুন রেফারেন্ডামের প্রস্তাব উত্থাপন করেন মেয়র জন বিগস। বৈঠক শেষে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস জানিয়েছেন, আগামী বছরের মে মাসে টাওয়ার হ্যামলেটসে মেয়রাল সিস্টেম নিয়ে নতুন রেফারেন্ডাম হবে।

এবার প্রস্তাবটি ফুল কাউন্সিল মিটিংয়ে উত্থাপন করা হবে।

https://britbangla24.com/news/116548/

 

রেফারেন্ডামে সরাসরি ভোটে নির্বাচিত মেয়র না লিডার বা কেবিনেট সিস্টেম, এই দুটি সিস্টেমের মধ্য থেকে একটি সিস্টেম বেছে নিতে হবে বারার ভোটারদের।

উল্লেখ্য ২০১০ সালে সাধারণ নির্বাচনের সময় বারায় প্রথম এই সিস্টেম নিয়ে রেফারেন্ডাম হয়েছিল। রেফারেন্ডামে মেয়রাল সিস্টেমের পক্ষে ভোট দিয়েছিল বারার জনগন। পরবর্তীতে একই বছরের ২১শে অক্টোবর বারায় প্রথম মেয়রাল নির্বাচন হয়।

যদিও টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ সব সময় লিডারশীপ সিস্টেমের পক্ষে ছিল। এ নিয়ে নানা নাটকও হয়েছে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টিতে।

Advertisement