ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র বলে পরিচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতে যাওয়া জো বাইডেনকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন। বাইডেনের জন্য এই ফোনের গুরুত্ব অনেক কারণ ব্রেক্সিটপন্থী বরিসকে বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট বলে বিবেচনা করা হয়। ট্রাম্প খোলামেলাভাবে ব্রেক্সিটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ফোনে কথা বলার তিনটি ছবি পোস্ট করে বরিস নিজেই এই তথ্য নিশ্চিত করে লিখেছেনঃ
আমি এইমাত্র জো বাইডেনের সাথে কথা বললাম তাকে নির্বাচনের জন্য অভিনন্দন জানাতে। আমি আমাদের দুই দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদার করতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা থেকে শুরু করে গণতন্ত্রকে উন্নত করা, মহামারী থেকে আরও ভালো সময়ে ফিরে যাওয়ার লক্ষ্যে তার সাথে কাজ করার প্রত্যাশায় রয়েছি।