ব্রিট বাংলা ডেস্ক :: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় উপজাতীয় দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার ভোররাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতরা হলেন- সুবাস তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩৫)। তারা উভয়েই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থক বলে জানা গেছে।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কে বা কারা তাদের হত্যা করেছে সেটি এখনো জানা যায়নি।
Advertisement