ব্রিট বাংলা ডেস্ক :: জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাদের ভারি গোলা বর্ষণের অভিযোগ এনেছে ভারত। এ অভিযোগে কড়া প্রতিবাদ জানাতে শনিবার তলব করা হয় ভারতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে। ভারতের অভিযোগ, পাকিস্তানি সেনারা শুক্রবার গোলাবর্ষণ করেছে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ বিষয়ে পাকিস্তানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, পাকিস্তানি সেনারা ইচ্ছাকৃতভাবে নিরপরাধ মানুষকে টার্গেট করেছে।
এ জন্য ভারত নিন্দা জানিয়েছে। প্রতিবাদ জানিয়েছে কড়া ভাষায়। এতে বলা হয়, জম্মু কাশ্মীরে একটি শান্তিপূর্ণ ধর্মীয় উৎসব চলাকালে সমন্বিতভাবে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলা নিক্ষেপের মাধ্যমে তা বিঘিœত করতে এবং সহিংসতা ছড়িয়ে দেয়ার পথ বেছে নিয়েছে পাকিস্তান। এর প্রতিবাদ জানাতে শনিবার ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের গোলাবর্ষণে নিয়ন্ত্রণ রেখা বরাবর চারজন নিরীহ মানুষ মারা গেছেন। মারাত্মক আহত হয়েছেন ১৯ জন। বেসামরিক মানুষ ছাড়াও ওই গোলা নিক্ষেপের ফলে ভারতের ৫ জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। সন্ত্রাসীদের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশে অব্যাহতভাবে পাকিস্তান সমর্থন করছে বলেও কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। কোনো সন্ত্রাসী গ্রুপকে সীমান্ত অতিক্রম করতে না দেয়ার ক্ষেত্রে পাকিস্তান যে প্রতিশ্রুতিতে আবদ্ধ, তা আরো একবার তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। রিপোর্টে আরো বলা হয়, শুক্রবার পাকিস্তানের ওই গোলাবর্ষণের জবাবে দৃঢ়তার সঙ্গে পাকিস্তানে গোলা নিক্ষেপ করেছে ভারত। এতে পাকিস্তানে বেশ হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে সামরিক সূত্র থেকে। ভারতীয় সেনাবাহিনীর সূত্র অনুযায়ী, এতে দু’জন এসএসজি কমান্ডোসহ ৬ থেকে ৭ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ থেকে ১২ জন। এ হামলায় ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের সেনাবাহিনীর বাংকার, জ্বালানির মজুদ এবং লঞ্চপ্যাড। হামলায় এগুলোতে আগুন ধরে যায়। তবে ভারতের এমন দাবির জবাবে পাকিস্তানিদের কোনো মন্তব্য পাওয়া যায় নি।