ব্রিট বাংলা ডেস্ক :: ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। দুপুর ১২ টা ১৫ মিনিটে প্রয়াত হন এই অভিনেতা। দেড় মাসের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ৬ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৪ অক্টোবর করোনা মুক্ত হন তিনি। তারপর থেকেই কোভিড এনকেফ্যালোপ্যাথির জন্য আচ্ছন্নভাব ছিল। প্রায় ৪০ দিন ধরে ‘বেস্ট এফোর্ট’ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। নিউরোলজি, নেফ্রোলজি থেকে কার্ডিয়াক, অ্যান্টি-ভাইরাল সমস্ত বিভাগের বিশেষজ্ঞরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বলে জানান ডা. কর।
অবশেষে চলেই গেলেন এ অভিনেতা।
Advertisement