ব্রিট বাংলা ডেস্ক :: নাইজেরিয়ার বাউচি রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে ও পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জনই নারী বলে জানা গেছে। রবিবার (১৫ নভেম্বর) দেশটির স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্ট্রেট টাইমস।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, যাত্রী পরিবহন করার সময় বুজি নদীতে নৌকাটি উল্টে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যাওয়াদের মধ্যে ১৫ জনই নারী। অপর তিনজন পুরুষ, তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
দেশটির স্থানীয় পুলিশের মুখপাত্র আহমেদ মোহাম্মদ ওয়াকিল এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার বাউচি রাজ্যের বুজি নদীতে এই ঘটনা ঘটে। একজন চিকিৎসক ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছেন।
আফ্রিকার জনবহুল এ দেশে নৌ দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। এর আগেও গত ১২ সেপ্টেম্বর ও আগস্ট মাসে পৃথক নৌকাডুবির ঘটনায় যথাক্রমে ১২ জন ও ১০ জনের মৃত্যু হয়। অনেকেই সাঁতার জানেন না বলে নৌকাডুবির ঘটনায় মৃত্যুর হারটা সবচেয়ে বেশি বলে জানিয়েছে স্ট্রেট টাইমস।