ব্রিট বাংলা ডেস্ক :: লেবাননের ত্রিপলিতে বাইব্লোস শহরের এক মসজিদে হামলার ঘটনা ঘটেছে। সেইসঙ্গে ঐ মসজিদের মুয়াজ্জিনকে পিটিয়েছে একদল অজ্ঞাতকারী।
দেশটির জাতীয় সংবাদ সংস্থায় বলা হয়েছে, বাইব্লোসের ইব্রাহিম বিন আধাম মসজিদে গত শুক্রবার হামলার ঘটনা ঘটে। এনিয়ে শনিবার বিক্ষোভে নেমেছে বিক্ষোভকারীরা।
স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একদল হামলাকারী মসজিদ প্রাঙ্গনে ঢুকে হামলা চালায়। এছাড়া এসময় তারা মুয়াজ্জিনকে পিটিয়েছে।
দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লাগে এবিষয়ে আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা উচিৎ বলে জানিয়েছেন তারা।
সোমবার লেবাননের ইসলামিক আওকাফ সংস্থা এক বিবৃতিতে জানায়, তারা ইতোমধ্যে ঐ মসজিদ পরিদর্শন করেছে এবং হামলার শিকার মুয়াজ্জিনের কথা শুনেছে।
হামলাকারীদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। আরব নিউজ