এবার সুচির বিরুদ্ধে মামলা করলো মিয়ানমার পুলিশ

ব্রিট বাংলা ডেস্ক :: মিয়ানমারের ক্ষমতা থেকে উৎখাত হওয়া নেতা অং সান সুচির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তার বন্দিত্ব জারি রাখার বিষয়েও আবেদন করেছে পুলিশ। দেশটির পুলিশের নথিপত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

নাইপিদোর একটি পুলিশ স্টেশনে থাকা ওই নথিতে বলা হয়েছে, যে সামরিক কর্মকর্তারা সুচির বাসভবনে অভিযান চালিয়েছেন তারা সেখানে একটি রেডিও পেয়েছে। এটি অবৈধভাবে আমদানি করা হয়েছে এবং কোনো ধরণের অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। পুলিশ একইসঙ্গে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধেও মামলা করেছে। তাকে দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনা আইনের অধীনে অভিযুক্ত করা হয়েছে।

Advertisement