বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ট্রাস্টি ফুয়াদ আহমদ ফরহাদের মাতা ছায়ারুন বেগমের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ফুয়াদ আহমদ ফরহাদের মাতা ছায়ারুন বেগম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর । তিনি প্রায় ১মাস রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৭ ফেব্রুয়ারি বুধবার সকাল সোয়া ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা ও দাফনের সময় এখনও নির্ধারিত হয়নি।
ছায়ারুন বেগম বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর স্টেশন বাজারের প্রাক্তণ ব্যবসায়ী যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা হাজী মোজাহিদ আলীর স্ত্রী। ফুয়াদ আহমদ ফরহাদ তাঁর মায়ের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিভিন্ন মহলের শোক :
এদিকে ফুয়াদ আহমদ ফরহাদের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন খান, সিইও সাব উদ্দিন ও মার্কেটিং ডাইরেক্টর ফরহাদ হোসেন টিপু। শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । অপর এক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন শাহবাজপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি আলহাজ্ব মনজুর রেজা চৌধুরী, সেক্রেটারি মাওলানা মোমিনুল হক ফারুকী ও ট্রেজারার মোহাম্মদ রহিম। সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।
এছাড়াও, বড়লেখার শাহবাজপুরের অধিবাসী যুক্তরাজ্যস্থ সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ পৃথক এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

Advertisement