ভাষা দিবসের প্রথম প্রহরে আবদুল গাফফার চৌধুরীকে নিয়ে অমর একুশের গান গাইল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কর্মীরা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে শাখার আয়োজনে ২০২১ সালের একুশের ঊষালগ্নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ভাষা সৈনিক স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর মুজিবুর রহমান জসিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অমর একুশে গানের রচয়িতা বিশিষ্ট লেখক আবদুল গাফফার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউ কে শাখার উপদেষ্টা ডা. মোখলেসুর রহমান মুকুল, সহ সভাপতি কাউন্সিলর আবদুল আজিজ তকি, জাহানারা রহমান জলি, লন্ডন শাখার সভাপতি নজরুল ইসলাম অকিব, সহ সভাপতি মতিউর রহমান সালেহ, মুন কুরেশী, আবু তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক ইফফাত আরা খানম, যুগ্ম সম্পাদক আবদুর রব, সাংগঠনিক সম্পাদক ফাতিমা নার্গিস ও এনামুল হক।

অনুষ্ঠানে একুশের কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী মুনিরা পারভিন। রাত ১২টায় আবদুল গাফফার চৌধুরীকে সাথে নিয়ে অমর একুশের গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু গোস্বামী, ইফফাত আরা খানম, জান্নাত এ কাউসারী লিনা, ও নাজমা কবীর।

Advertisement