ব্রিট বাংলা ডেস্ক :: পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু, তার আগেই তেতে উঠেছে বাংলার মাটি। কয়লা পাচার কাণ্ডে বেআইনি অর্থ লেনদেনের ব্যাপারে মঙ্গলবার সি বি আই জেরা করে ডায়মন্ডহারবার এর সাংসদ, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর ভাইপো অভিষেক বন্দোপাধ্যায় এর স্ত্রী রুজিরা নারুলা বন্দোপাধ্যায়কে। অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে এই জেরা করেন সি বি আই অফিসাররা। প্রথম আধ ঘন্টার জেরায় ছিল থাই নাগরিক রুজিরার পারিবারিক বৃত্তান্ত নিয়ে। পরের ঘন্টায় তাঁর ব্যাংক আকাউন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ চলে। রুজিরা জেরায় সহযোগিতা করলেও জানান কেন সিবিআই তাঁর কাছে এসেছে সেটাই তাঁর বোধগম্য হচ্ছে না। জানা গেছে রুজিরার নানা জবাবে সন্তুষ্ট হননি সি বি আই আধিকারিকরা।
এদিকে মঙ্গলবারই বর্ধমানের গলসি থেকে মাদক কাণ্ডে গ্রেপ্তার করা হয় বিজেপির নেতা রাকেশ সিংকে। বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা ঘোষ কোকেন সহ ধরা পড়ার পর রাকেশের নাম করেন। রাকেশ পুলিশকে দিল্লি যাচ্ছি বলে নাকা চেকিংয়ে ধরা পড়েন গলসিতে। মঙ্গলবার রাতেই রাকেশের বাড়িতে তল্লাশি চালাতে গেলে তার দুই ছেলে পুলিশকে কাজে বাধা দেওয়ায় গ্রেপ্তার হয়। অন্যদিকে রাকেশের মেয়ে সিমরন অভিযোগ করেছে, বিনা সার্চ ওয়ারেন্টে পুলিশ তাদের বাড়িতে ঢুকে তার দুই ভাইকে কিডন্যাপ করেছে। এই সব ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির পারদ এখন ক্রমেই উর্ধমুখী।