লন্ডনে দুটি পার্টিতে ৭০ হাজার পাউন্ড জরিমানা আরোপ

ব্রিটবাংলা ডেস্ক : লকডাউন আইন লঙ্ঘন করে সেন্ট্রাল লন্ডনে দুটি ঘরোয়া পার্টিতে অংশ গ্রহনকারীদের জনপ্রতি ৮শ পাউন্ড করে জরিমানা আরোপ করেছে পুলিশ। এর মধ্যে একটি পার্টির আয়োজককে ১০ হাজার পাউন্ড জরিমানা আরোপ করা হয়। অন্য পার্টির আয়োজককে খুঁজছে পুলিশ।

মেট পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে ওয়েস্টমিনস্টারের  মেফেয়ার এলাকায় ৫শ মিটারের ভেতরে এ দুটি পার্টির আয়োজন করা হয়। এর মধ্যে হাইডপার্কের গ্রীন স্ট্রীটের একটি ফ্ল্যাটে অন্তত ৫০ জনের উপস্থিতিতে  আয়োজিত পার্টির আয়োজকের হাতেও ১০ হাজার পাউন্ড জরিমানা ধরিয়ে দিয়েছে পুলিশ। তবে পার্শ্ববর্তী ব্রোকস মিউসের একটি ফ্ল্যাটে ২০ জনের উপস্থিতিতে আয়োজিত পার্টির আয়োজককে খুঁজে পায়নি পুলিশ। তাকে খুঁজে বের করে ১০ হাজার পাউন্ড জরিমানা ধরিয়ে দেওয়া হবে জানিয়েছে পুলিশ।

 

 

Advertisement