ব্রিটবাংলা ডেস্ক : গত ৩ মার্চ ঘোষিত বাজেটে ব্রিটিশ চ্যান্সেলার ঋষি সোনাকের আগামী সেপ্টেম্বর পর্যন্ত পরিবার প্রতি সপ্তাহে অতিরিক্ত ২০ পাউন্ড ইউনিভার্সেল ক্রেডিট বহাল রাখবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে পরিবার প্রতি এককালিন ৫শ পাউন্ড ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট প্রদানের ঘোষণাও দিয়েছেন তিনি।
কিন্তু যেসব পরিবার ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন তারা সবাই কি এই অতিরিক্ত ৫শ পাউন্ড পাবার যোগ্য বা সব পরিবার কি তা পাবে?
বিশেষজ্ঞরা বলেছেন, সপ্তাহে ২০ পাউন্ড করে মাসে ৮০ পাউন্ড। পহেলা এপিল থেকে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত ইউনির্ভাসেল ক্রেটিডে থাকা প্রতিটি পরিবার প্রায় ৪শ পাউন্ডের মতো বেশি পাবেন। এর সঙ্গে সমতা করেই ওয়ার্ক ট্যাক্স ক্রেডিটে থাকা নি¤œ আয়ের প্রতি পরিবারকে আগামী ৬ মাসের জন্যে এককালিন ৫শ পাউন্ড প্রদানের ঘোষণা দিয়েছেন চ্যান্সেলার।
সপ্তাহে অতিরিক্ত ২০ পাউন্ড ইউনিভার্সেল ক্রেডিট এবং এককালিন ৫শ পাউন্ড ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট প্রদানের জন্যে সরকারের প্রায় ৩ বিলিয়ন পাউন্ড অতিরিক্ত ব্যয় হবে।
গত ২ মার্চ পর্যন্ত যে সব পরিবার ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট এবং ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট ও চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেয়ে গেছেন সেই সব পরিবারকে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট বাবদ এককালিন ৫শ পাউন্ড প্রদান করবে সরকার। এর মধ্যে অনেক পরিবার হয়তো ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট এবং চ্যাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন কিন্তু ইনকাম অনেক বেশি হওয়ার কারণে তারা হয়তো এককালিন ৫শ পাউন্ড ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট থেকে বঞ্চিত হবেন।
ক্যাটাগরি অনুযায়ী, যেসব পরিবার পাবার যোগ্য তারা ২৩ শে এপ্রিলের ভেতরে তা পেয়ে যাবেন এবং পাবার সাথে সাথে অবশ্যই স্থানীয় কাউন্সিলের বেনিফিট সেকশনকে তা অবহিত করতে হবে। কারণ এটি পবিরারের আয়ের একটি অংশ। সাথে সাথে জানাতে ভুলে গেলেও পরে কাউন্সিল জানলে তা বেনিফিট থেকে কেটে নিয়ে যাবে।
উল্লেখ্য ২০২৪ সালের ভেতরে বেনিফিট গ্রহণকারী সব পরিবারকে ইউনিভার্সেল ক্রেডিটের আওতায় নেওয়া হবে।