বাংলাদেশ গেমসে নারী ক্রিকেটের স্বর্ণ নীল দলের

ব্রিট বাংলা ডেস্ক :: বাংলাদেশ গেমসের নবম আসরে নারীদের ক্রিকেটে সোনা জিতেছে নীল দল। গতকাল সিলেটে সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক জিতে সালমা খাতুনের দল।

এদিন ৫০ ওভারের ম্যাচে টস জিতে প্রতিপক্ষ সবুজ দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নীল দলের দলনেত্রী সালমা খাতুন। তবে ব্যাটিংয়ে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি সবুজ দল। জাহানারা আলম, মুমতা হেনাদের বোলিং তোপে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় তারা। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ১৮ রানের ইনিংস খেলেন রিতু মনি। রুমানা আহমেদের ব্যাট থেকে আসে ১৪ রান। ১২ রান করেন ওপেনার সানজিদা ইসলাম। তাদের আর কোনও ব্যাটারই দুই অঙ্কের কোটা ছুতে পারেননি।

নীল দলের হয়ে জাহানারা ও মুমতা সমান ৩টি করে উইকেট নেন। ২ উইকেট পান সালমা।

৭৩ রানের সহজ লক্ষ্য টপকাতে নেমে বেগ পেতে হয়নি নীল দলকে। ওপেনার মোর্শেদা খাতুন ৯ রান করে আউট হলে শামীমা সুলতানা ও ফারজানা হকের ব্যাটে জয়ের দিকে ছুটছিল তারা। তবে ৩১ রান করে উইকেটরক্ষক ব্যাটসম্যান শামীমা আউট হলেও বড় জয় পায় নীল দল। ২৮ রানে অপরাজিত থাকেন ফারজানা। ১৯০ বল ও ৮ উইকেট হাতে রেখে স্বর্ণ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নীল দল।

সংক্ষিপ্ত স্কোর
সবুজ দল: ৭২/১০, ৩৬ ওভার (রিতু ১৮, রুমানা ১৪, সানজিদা ১২; জাহানারা ৩/১৫, মুমতা ৩/১৫)
নীল দল: ৭৪/২, ১৮.২ ওভার (শামীমা ৩১, ফারজানা ২৮*; রুমানা ১/৮)
ফল: নীল দল ৮ উইকেটে জয়ী।

Advertisement