ব্রিট বাংলা ডেস্ক : ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস ও ভাঙায় প্রাইভেটকার- মোটরসাইকেলের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। আজ ভোরে ভাঙ্গা সদরে বিশ্বরোড এলাকায় এবং সকাল ৯টার দিকে মধুখালীর ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কানাইপুর হাইওয়ে থানার এএসআই মো. রাসেল বলেন, মাঝকান্দি এলাকায় মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারী ও এক পুরুষ মারা যান। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান এএসআই রাসেল। এছাড়া বিশ্বরোড এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানান তিনি। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ফরিদপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৮
Advertisement