ব্রিট বাংলা ডেস্ক : বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর হামলা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে নরেন্দ্র মোদির সফরবিরোধী মিছিল-সমাবেশে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে আজ রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।
সকালে হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন হেফাজতের নেতাকর্মীরা। তাঁরা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
তবে রাজধানীর অধিকাংশ স্থানে হরতাল চলছে ঢিলেঢালা। যান চলাচল অনেকটা স্বাভাবিক। যদিও, ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম। যাত্রীর সংখ্যও অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম দেখা গেছে। সকাল ৬টা থেকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল বাড়তে থাকে।
শনির আখড়া, যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন চলছে স্বাভাবিকভাবেই। তবে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। শনির আখড়া থেকে গুলিস্তানগামী গাড়ির চাপ অন্যান্য দিন অনেক বেশি থাকলেও আজ সেই সংখ্যা কম।
গুলিস্তানে ফ্লাইওভারের টোল প্লাজায়ও নেই অন্যদিনের মতো গাড়ির জটলা। একই অবস্থা গুলিস্তান চত্বরেও। অন্যান্য কর্মদিবসে গাড়ির জটলা থাকলেও আজ তা অনেকটাই কম। এছাড়াও জিপিও, পল্টনেও নেই চিরচেনা যানজট। তবে কিছুসংখ্যক গণপরিবহন চলছে। সেসব পরিবহনে যাত্রীর চাপ বেশি।