২০ লাখ পুরস্কার ঘোষণাও জেতাতে পারল না বাংলাদেশকে

ব্রিট বাংলা ডেস্ক : বাফুফে ঘোষণা দিয়েছিল, ফাইনাল জিতলেই জামাল ভূঁইয়াদের জন্য থাকছে ২০ লাখ টাকা পুরস্কার। তবে সেই পুরস্কার সম্ভবত পাওয়া হচ্ছে না ফুটবলারদের। কারণ ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নেপালের কাছে ২-১ গোলে হেরে জামালদের রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। যে কারণে দেড় যুগের শিরোপা খরা কাটল না বাংলাদেশের। ২০০৩ সালে সবশেষ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে এসেছিল সর্বশেষ শিরোপা।

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে নেপাল। দ্বাদশ মিনিটে ক্রমেই বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ানো নেপালের আক্রমণ প্রতিহত করেন সাদ উদ্দিন। সপ্তদশ মিনিটে ক্রসে অনন্ত তামাংয়ের হেড গ্লাভসের টোকায় কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন আনিসুর রহমান জিকো। ওই কর্নার থেকেই এগিয়ে যায় নেপাল। কর্নার থেকে বল পেয়ে জোড়ালো শটে বল জালে পাঠান নেপালের মিডফিল্ডার সংযোগ।

৪১তম মিনিটে গোছালো আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে নেপাল। রনজিত ধিমালের পাস পেয়ে মিডফিল্ডার বিশাল রায়কে বল পাঠান সংযোগ। ডান পায়ের নিখুঁত শটে অনায়াসে লক্ষ্যভেদ করেন বিশাল। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। সুমন রেজা, রিমন হোসেন ও মেহেদী হাসানের পরিবর্তে নামেন টুটুল, ইয়াসিন ও সুফিল। ৮২তম মিনিটে মানিক হোসেন মোল্লাকে তুলে মাশুক মিয়া জনিকে নামান কোচ। ৬৬তম মিনিটে জামালের কর্নার থেকে বল পেয়ে দারুণ হেডে ব্যবধান কমান সুফিল।

Advertisement