কন্ট্রোল রুমে মমতা, শুভেন্দুর অভিযোগ আন্টির বিরুদ্ধে

ব্রিট বাংলা ডেস্ক : একরাশ টেলিফোন নিয়ে রেয়াপাড়ার বাড়িতে কন্ট্রোল রুমে রয়েছেন মমতা বন্দোপাধ্যায়। খোঁজ নিচ্ছেন ৩০টি কেন্দ্রের কোথায় কি হচ্ছে। বৃহস্পতিবার রাতেই কলকাতায় ফেরার কথা ছিল মমতার। দুপুর পর্যন্ত খবর- তিনি ফিরছেন না। এদিকে শুভেন্দুও নন্দীগ্রামে তার ডেরায়। একটু আগে বলেছেন, আন্টি সংযত হন। এদিকে নন্দীগ্রামে উদ্ধার হয়েছে এক আত্মঘাতী বিজেপি কর্মীর দেহ। ভোটের আগের রাতে কেশপুরে খুন হয়েছেন এক তৃণমূল কর্মী।

Advertisement