চার দশকের ভয়াবহতম ট্রেন দুর্ঘটনা তাইওয়ানে, নিহত ৪৯

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৬০ জন যাত্রী।শুক্রবার সকালে তাইওয়ানের পূর্বাঞ্চলে একটি সুড়ঙ্গের ভেতরে জনাকীর্ণ ট্রেন লাইনচ্যুত হলে হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে,শুক্রবার থেকে সেখানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে।এ উপলক্ষে অনেক মানুষ এক এলাকা থেকে অন্য এলাকায় ভ্রমণ করছিলেন। যার কারণে স্বাভাকিভাবেই ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল।তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় ৬০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরে এখনও অনেক যাত্রী আটকা পড়েছেন বলেও জানিয়েছে তারা।

Advertisement