বাতাসের গতি পরিবর্তনের পর লেবাননে দেখা দিয়েছে পঙ্গপালের বিরল উপদ্রব। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে কৃষিজমিতে ভয়াবহ আকারে দেখা দিয়েছে এসব পঙ্গপাল। তা মোকাবিলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় কৃষকের সাহায্যে নামানো হয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টার। কৃষিজমিতে এসব হেলিকপ্টার থেকে স্প্রে ছিটানো হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক এজেন্সি বলেছে, এমন পঙ্গপালের আক্রমণ বিরল। এটা ঘটেছে বাতাসের গতি পরিবর্তনের কারণে।এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় পূর্ণাঙ্গ সচেতন রয়েছে বলে জানানো হয়েছে। সোমবার তারা জানিয়েছে, বিপুল পরিমাণ পঙ্গপাল এরই মধ্যে ধ্বংস করা হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো কৃষিখাতে ক্ষতি হয়নি। কিন্তু উদ্বেগ রয়েছে যে, অধিক পরিমাণ পঙ্গপালের আক্রমণ হতে পারে লেবাননের দক্ষিণে। দেশটির কৃষি বিষয়ক তত্ত্বাবধায়ক মন্ত্রী আব্বাস মোরতাদা এ কথা বলেছেন। তিনি বলেন, বিপুল পরিমাণ পঙ্গপাল ধ্বংস করে দিতে আমরা খুব সামান্য সময়ই নিয়েছি। কিন্তু কিছু পঙ্গপাল পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের সংখ্যাও কম নয়।
উল্লেখ্য, লেবানন এমনিতেই নানা সঙ্কটে পর্যুদস্ত। সেখানকার অর্থনীতি ভেঙে পড়েছে বলে বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে। এমন অবস্থায় এই অর্থনীতির ওপর বড় এক চ্যালেঞ্জ হয়ে এসেছে এসব পঙ্গপাল। লেবাননের উত্তর-পূর্বাঞ্চলের বালবেক-হারমেল অঞ্চলে প্রধানত চেরি চাষ হয়। অন্যদিকে দক্ষিণে রয়েছে অধিক পরিমাণ কৃষিজমি। এসব এলাকায় এমন পঙ্গপালের আক্রমণকে বিরল বলে আখ্যায়িত করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংগঠন। তারা বলেছে, সৌদি আরব থেকে জর্ডানমুখী বাতাস প্রবাহিত হচ্ছে। এ কারণে সেখান থেকে সিরিয়া হয়ে লেবাননের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বাতাস। ফলে সেই বাতাসের সঙ্গে উড়ে এসেছে এসব পঙ্গপাল।