৬শ রানে দৃষ্টি শ্রীলঙ্কার

প্রথম টেস্টে বাংলাদেশের করা ৫৪১ রানের জবাবে স্বাগতিক শ্রীলঙ্কা করেছিল ৬৪৮ রান। এবার চলমান দ্বিতীয় টেস্টে তারাই করছে আগে ব্যাটিং। ম্যাচের প্রথম দিন মাত্র ১ উইকেট হারিয়ে ২৯১ রান করে ফেলেছে লঙ্কানরা। আবারও বাংলাদেশকে রান পাহাড়ে চাপা দেয়ার লক্ষ্য স্বাগতিকদের।বৃহস্পতিবার প্রথমদিনের খেলা শেষে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার সাফ জানিয়েছেন, প্রথম ম্যাচের মতো এবারও ছয়শ ছাড়ানো দলীয় সংগ্রহ দেখতে চান তিনি। আর তা হলে, নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পরপর দুই ম্যাচে ছয়শর বেশি রান করার নজির গড়বে লঙ্কানরা।

ফ্লাওয়ার বলেছেন, ‘ছেলেদের ইতিবাচক ব্যাটিং দেখা সত্যিই দারুণ অনুভূতি। এমন একটা উইকেটেও তারা রানরেট ভালো রেখে ব্যাটিং করছে। আমরা ছয়শর বেশি রান করতে চাই যেন বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করা যায়। যেমনটা তারা প্রথম ম্যাচে করেছিল। এরপর দেখতে চাই সামনে কী হয়।২০০৯ সালের পাকিস্তান সফরে গিয়ে করাচিত প্রথম ম্যাচে ৬৪৪ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে পাকিস্তান ৭৬৫ রান করলে ম্যাচটি ড্র হয়। পরে সন্ত্রাসী হামলার কবলে পড়া লাহোর টেস্টে লঙ্কানরা দাঁড় করায় ৬০৬ রানের সংগ্রহ। সেই ম্যাচটি অসমাপ্তই থেকে যায়।প্রায় একই দৃশ্যপট বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলতি টেস্ট সিরিজেও। প্রথম টেস্টে সফরকারীদের করা ৫৪১ রানের জবাবে ৬৪৮ রান করলেও, ম্যাচ জিততে পারেনি স্বাগতিকরা। এবার দ্বিতীয় টেস্টেও বড় সংগ্রহ দাঁড় করানোর লক্ষ্য লঙ্কানদের। এরপর ম্যাচের ফল আনার দায়িত্বটা বর্তাবে তাদের বোলারদের ওপর।আজ (শুক্রবার) দলকে ছয়শ ছাড়ানো সংগ্রহে নিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছেন বাঁহাতি ওপেনার লাহিরু থিরিমান্নে ও ওশাদা ফার্নান্দো। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে ১৩১ রানে অপরাজিত থিরিমান্নে, ওশাদার সংগ্রহ ৪০ রান। এর আগে অধিনায়ক দিমুথ করুনারাত্নে আউট হয়েছেন ১১৮ রান করে।

Advertisement