ইংল্যান্ডে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বৌলিং এন্ড বারক্রেন্ড নির্বাচনী এলাকায় লেবার দলীয় প্রার্থী হিসেবে সাংবাদিক হাসানুজ্জামান খান (হাসান খান) ২০৩১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের প্রার্থী মোঃ জামিল পেয়েছেন ১৯৬৮ ভোট। তাছাড়া লিবডেমের জেমস হোন্ট ৩৯২ এবং গ্রীন পার্টির বাসিত আজিজ খালিদ ২০৭ ভোট পান। উল্লেখ্য যে হাসানুজ্জামান খান টানা তৃতীয় বারের মতো কাউন্সিলর হিসাবে নির্বাচিত হোন।
Advertisement