ক্ষোভে চাকরি ছাড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর জীবন বাঁচানো সেই নার্স

করোনায় আক্রান্ত হয়ে গত বছর ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন যখন মৃত্যুর পথযাত্রী, তখন সেবা শুশ্রুসা দিয়ে সুস্থ করে তোলেন নিউজিল্যান্ড-বংশোদ্ভূত নার্স জেনি ম্যাকগি।করোনাকালীন সম্মুখসারির যোদ্ধা হিসেবে প্রাপ্য সম্মান না পাওয়ার বঞ্ছনা নিয়ে অবশেষে তিনি সরকারি চাকরি ছেড়েছেন বলে জানান। খবর আরব নিউজের।বরিস জনসন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় এসে প্রথম সংবাদ সম্মেলনেই ওই নার্সের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন।মুদ্রাস্ফীতির ফলে ব্রিটেনে নার্সদের বেতন কার্যত ১ শতাংশ কমে যাওয়ায় রাগে-দুঃখে ম্যাকগি চাকরি থেকে ইস্তফা দেন।সোমবার ব্রিটেনের চ্যানেল-৪ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার আমাদের প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত দিচ্ছে না। এ কারণে হতাশা থেকে আমি চাকরি থেকে ইস্তফা দিয়েছি।

Advertisement