জুন থেকে ভারতীয়দের জন্যে হিথরো বিমান বন্দরে আলাদা সেবা

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ট্রাফিক লাইট সিস্টেম ঘোষণার পর গ্রিন, এম্বার এবং রেড তালিকাভুক্ত দেশের যাত্রীদের আলাদা-আলাদাভাবে সেবা প্রদান করবে হিথরো বিমান বন্দর কর্তৃপক্ষ। এ জন্যে আগামী পহেলা জুন থেকে এয়ারাপোর্টের ৩ নম্বর টার্মিনালে শুধুমাত্র রেড তালিকাভুক্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের সেবা দেওয়া হবে। এই টার্মিনালটি গত এক বছর যাবত বন্ধ রয়েছে। হিথরো বিমান বন্দরে আপতত শুধুমাত্র ২ এবং ৫ নম্বর টার্মিনাল ব্যবহার করা হচ্ছে।এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রেড তালিকায় থাকা পাকিস্তান এবং ভারতসহ অন্যান্য দেশের যাত্রীরা একই সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন। এর ফলে বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমিত হবার ঝুঁকি বেড়ে যাচ্ছে। ভারতকে গত ২৩শে এপ্রিল রেড তালিকাভুক্ত করা হয়। এরপরেও গত সাড়ে তিন সপ্তাহে অন্তত ১১০টি সরাসরি ফ্লাইট ভারত থেকে হিথরো বিমান বন্দরে এসে অবতরণ করেছে। অন্যদিকে, গ্রীন তালিকায় থাকা অন্তত ১২টি দেশ ভ্রমণ শেষে ব্রিটেনে ফেরার পর সেল্ফ আইসোলেটের প্রয়োজন নেই। তবে এম্বার তালিকায় থাকা দেশ ভ্রমণ শেষে ব্রিটেনে ফেরার পর অবশ্যই সেল্ফ আইসোলেট করতে হবে। দুবার করাতে হবে করোনা টেস্ট। না করলে অন্তত ১০ হাজার পাউন্ড জরিমানা আরোপ করবে সরকার। যদিও সরকারের পক্ষ থেকে বিশেষ প্রয়োজন ছাড়া এম্বার তালিকাভুক্ত দেশ ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement