করোনা ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমন ক্রমেই বিস্তার হচ্ছে ব্রিটেনে। ভারতীয় ভ্যারিয়েন্টের আশঙ্কাজনক সংক্রমনের ফলে পরিকল্পনা অনুযায়ী আগামী জুনে ইংল্যান্ডের পুরোপুরি লকডাউন প্রত্যাহার করা নাও হতে পারে।ব্রিটেনে করোনায় আক্রান্ত রোগির হাসপাতালে ভর্তির পরিমাণ গত এক সপ্তাহে ২৫ শতাংশ বেড়েছে। হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, গত সাত দিনে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে ২১ হাজার ৪শ ৬৯ জনের বেশি। প্রতিদিন অন্তত ৩ হাজার ৪শ করোনা রোগি শনাক্ত হচ্ছে। একই সময়ে অর্থাৎ গত এক হাসপাতালে ভর্তি হয়েছে ৮শ ৭০ জন করোনা রোগি।পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, বল্টন, ব্ল্যাকবার্ন উইথ ডারওয়েন এবং রসেনডেইল এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমিত হচ্ছে সবচাইতে বেশি। ভারতীয় ভ্যারিয়েন্টের আশঙ্কাজনক সংক্রমণের কারণে পরিকল্পনা অনুযায়ী আগামী ২১শে জুন ইংল্যান্ডে পুরোপুরি লকডাউন প্রত্যাহারের কথা থাকলেও কিছু কিছু এলাকায় স্থানীয়ভাবে করোনা বিধি নিষেধ বহাল থাকতে পারে।
ভারতীয় ভ্যারিয়েন্ট : ব্রিটেনে সংক্রমন ও হাসপাতালে ভর্তি ২৫ শতাংশ বেড়েছে
Advertisement