লন্ডনে রবিবার দুপুর থেকে ব্যাপক বর্ষণের কারনে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে রাস্তায় যান চলাচলে বিঘœ ঘটে। কোন কোন রাস্তায় ৩ থেকে ৪ ফুট পর্যন্ত পানি থাকায় রাস্তার পাশে বাস স্টপে মানুষজন দাঁড়াতে পারেননি। একটানা তিন ঘন্টা ভীর বর্ষণ হওয়া এই সাময়িক জলাবদ্ধতার সৃস্টি হয় বলে জানাগেছে।বিবিসির রিপোর্টে বলা হয়েছে দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় কয়েক ডজন রাস্তা পানি নীচে চলে যায়। এমনকি আন্ড্রারগ্রাউন্ড রাস্তা বন্ধ হয়ে পড়ে।ফায়ার ব্রিগেড় জানিয়েছে তারা কম সময়ের মধ্যে কম পক্ষে ৩০০ ফোন কল রিসিভ করেছেন।তারা ঝুর্কিপূর্ণ রাস্তা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন।সাউথ ইস্ট লন্ডনে ৭৫ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এদিকে লন্ডেেনর বেভারলি ব্রুক এবং ওষ্টেবার্নসে বন্যার সর্তকতা জারি করা হয়েছে।
Advertisement