লন্ডন সফরত সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনুর এর সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। ইস্ট লন্ডন আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন এর সৌজন্যে নৈশভোজে যুক্তরাজ্যের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
নৈশভোজ পরবর্তী সভায় সভাপতিত্ব করেন ইস্ট লন্ডন আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন।
লন্ডন মহানগর আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শায়েক আহমদ এর পরিচালনায় অনুষ্টিত মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, যুক্তরাজ্য যুবলীগের অন্যতম সহ সভাপতি সৈয়দ আজিজুর রহমান শামীম, যুগ্ম সম্পাদক জামাল খাঁন, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া তালুকদার, লন্ডন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, আঙ্গুর আলী, সৈয়দ গোলাব আলী, সুরুজ আলী, হান্নান মিয়া, আব্দুল মুক্তাদির প্রমূখ ।
সভায় বক্তারা মোহাম্মদ শাহনুর এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাকে সর্বাত্মক সহযোগীতা করার অঙ্গীকার করেন।
জবাবে মোহাম্মদ শাহনুর তাকে সম্মানিত করায় আয়োজক ইসলাম উদ্দিন সহ উপস্থিত সবার প্রতি কৃতঙ্ঘতা জানান।
Advertisement