সিলেটে করোনায় আরও ১৭ মৃত্যু, আক্রান্ত ৩৫৭

সোমবার সকাল ৮টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। যাদের সকলেই সিলেট জেলায় মৃত্যু বরণ করেছেন। তাদের মধ্যে ৬ জন সিলেটের ওসমানী হাসপালাতে ও ১১ জন জেলার বিভিন্ন হাসপাতালে মারা যান। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৩৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৩৫৭ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৬২৮ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৭৬৩ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৯৩৬ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৮৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ১৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৩৫৭ জন করোনা আক্রান্ত রোগীর ২৬৪ জনই সিলেট জেলার বাসিন্দা। যাদের ৪৮ জন সিলেটের ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ২৪ জন, হবিগঞ্জের ৩৭ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৩২ জন।

সিলেটে বিভাগে মঙ্গলবার দৈনিক শনাক্তের হার ২৪ দশমিক ১৯ শতাংশ। যার ২৭ দশমিক ৪৭ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ১৩ দশমিক ১৯ শতাংশ, হবিগঞ্জে ১৭ দশমিক শূন্য ৫ শতাংশ ও মৌলভীবাজারে ২৭ দশমিক ৫৯ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১৭ জন রোগী। যাদের সকলেই সিলেট জেলায় মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন রোগী করোনায় মারা গেছেন। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৯১৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৭০ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২ জন। যাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। এছাড়া বিভাগের মৌলভীবাজার জেলায় ৩ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪২১ জন, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৪০ জন, মৌলভীবাজারে ২৯ জন ভর্তি রয়েছেন। এদিকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৭৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৪১৫ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ১২৩ জন সুনামগঞ্জে, ৭৮ জুন হবিগঞ্জে, ১৩৭ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে গত একদিনে সুস্থ হয়েছেন ৫ জন রোগী। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৭ হাজার ৭৯৫ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ৫১ জন, সুনামগঞ্জে ৪ হাজার ২৪৭ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৯০৬ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৩৪ জন ও ওসমানী হাসপাতালে ৩৫৭ জন।

এদিকে সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ৫১ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ২, সুনামগঞ্জ ২৪, হবিগঞ্জ ১৩ ও মৌলভীবাজার জেলায় ১২ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১৩১ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

Advertisement