রচডেল শাহজালাল একাডেমীর দারুল কেরাত কোর্সের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ

রচডেলের এমপি টনি লয়েড বলেছেন, ধর্মীয় জ্ঞান ও তা মেনে চলার মধ্যে অনেক কল্যান রয়েছে। ইসলাম শান্তির ধর্ম এই বানী তরুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। শাহজালাল একাডেমী রচডেলের দারুল কেরাত কোর্সের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ১৯‘শে নভেম্বর রবিবার একাডেমী ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমীর চেয়ারম্যান হাজী সুহেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির আহমদের পরিচালনায় এতে শুরুতে কোরআন তেলাওয়াত করেন কারী আফসর উদ্দিন। বক্তব্য রাখেন কাউন্সিলার দৌলত আলী, রচডেল জালালিয়া মসজিদের খতিব মাওলানা শাহজাহান চৌধুরী, শিক্ষক মাওলানা কুতুব উদ্দিন, একাডেমীর উপদেষ্টা সৈয়দ মুজিবুর রাহমান, উপদেষ্টা আবদুল শহিদ খাঁন, মির্জা আসকির বেগ, হাজী আব্দুল বাসিত, চ্যানেল এস‘র সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, ফজল শহিদ আহমেদ, হাজী আবদাল মিয়া,হাজী সাহেদ মালেক, মিলাদুর রহমান ও হাফিজ মাওলানা নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি

Advertisement