পানামা কেলেঙ্কারি মামলায় সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) অফিসে হাজিরা দিলেন বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। তার বিরুদ্ধে অভিযোগ কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা জমিয়েছেন তিনি। প্রায় ৫ ঘন্টা জেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। এই জেরায় কী বললেন তিনি? এদিকে বিষয়টি নিয়ে সংসদে মেজাজ হারালেন শাশুড়ি জয়া বচ্চনও।এইদিন ইডির অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ঐশ্বরিয়াকে। জানা যায়, ঐশ্বরিয়ার কাছ থেকে তদন্তকারী অফিসাররা জানতে চান, কীভাবে তাদের (যে কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন ঐশ্বরিয়া) সঙ্গে যোগাযোগ হল নায়িকার?আরও জানা যায়, ঐশ্বরিয়ার পাশাপাশি তার বাবা-মাও এই কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। তাই তাকে প্রশ্ন রাখা হয় ‘‘আপনার পরিবার কীভাবে যুক্ত হল এই জালিয়াতির সঙ্গে?’’
আবারো ইডির জেরার মুখে পড়তে হবে কিনা ঐশ্বরিয়াকে তা এখনো স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই মামলায় অমিতাভ বচ্চনকেও তলব করতে পারে ইডি।এদিকে সোমবার সংসদে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ঐশ্বরিয়ার শাশুড়ি সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। বিজেপির সাংসদরা ঐশ্বরিয়ার বিষয়টি নিয়ে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলে, ক্ষোভ প্রকাশ করেন তিনি।তখন জয়া স্পিকারের কাছে জানতে চান, ‘‘তারা কীভাবে ব্যক্তিগত বিষয় এবং ঐশ্বরিয়ার নাম নিয়ে মন্তব্য করতে পারেন?’’এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আরজি জানান তিনি। খুব শিঘ্রই বিজেপির খারাপ দিন শুরু হতে চলেছে বলেও কড়া মন্তব্য করেন বচ্চন স্ত্রী।প্রসঙ্গত, পানামা কেলেঙ্কারির শুরু থেকেই চর্চায় রয়েছে বচ্চন পরিবারের নাম। ২০১৬ সালে ‘মোসাক ফনসেকা’ নামের সংস্থা থেকে ‘পানামা পেপার্স’ ফাঁস হয়েছিল। যেখানে ঐশ্বরিয়ার নাম সহ বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়েছে।সূত্র: হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন