১৩৮ ইউনিয়নে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

সপ্তম ধাপে দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শেষ হয়েছে।এখন চলছে গণনা। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। সারা দেশ থেকে  পাঠকদের জন্য সারাদিনের ভোটের চিত্র তুলে ধরা হয়েছে…

চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ও বাজালিয়া ইউনিয়নে সহিংসতায় এক স্কুলছাত্রসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- স্কুলছাত্র তাসিফ (১২) ও আবদুস শুক্কুর (৩৫)। এর মধ্যে তাসিফের বাড়ি নলুয়া এবং শুক্কুরের বাড়ি বাজালিয়া ইউনিয়নে।

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লার দেবিদ্বারের বরকামতা ইউনিয়নের নৌকার প্রার্থী নুরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের এক প্রার্থীর সঙ্গীকে কেন্দ্রের পাশ থেকে ৩৯ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চেয়ারম্যান পদের ব্যালট ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, ওই কেন্দ্রের টেবিলে রাখা আছে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের ভোটের ব্যালট। কিন্তু চেয়ারম্যান পদের ভোটের ব্যালট নেই।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের পুনর্নির্বাচনে বলারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধীর গতিতে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। ভোট শুরুর আগেই সকাল ৭টার পর নারী ভোটাররা কেন্দ্রের সামনে এসে লাইনে দাঁড়ান। তবে নির্ধারিত সময়ে শুরু হলেও ভোটগ্রহণে ধীর গতির অভিযোগ করেন ভোটাররা।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীর ব্যালটে ভোট দেওয়ার আগেই সিল দেওয়া ছিল। সেসব ব্যালট জব্দ করেছেন ভোটাররা। এ ঘটনায় কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হলে ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। ঠাকুরগাঁওয়ে সেনুয়া ইউনিয়নের এক কেন্দ্রে জাল ভোট দিতে আসা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement