পর্দা নামল ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের, স্বর্ণপাম জিতল ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৫ তম আসরের পর্দা নামল। বাংলাদেশ সময় শনিবার রাতে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হল উৎসবের।

চলুন দেখ নেওয়া যাক এবারের বিজয়ীর তালিকা-

স্বর্ণপাম: ট্রায়াঙ্গেল অব স্যাডনেস (রুবেন অস্টলান্ড, সুইডেন)। গ্র্যাঁ প্রিঁ (যৌথভাবে): স্টারস অ্যাট নুন (ক্লেয়ার ডেনি, ফ্রান্স) এবং ক্লোজ (লুকাস ডোন্ট, বেলজিয়াম)। সেরা পরিচালক: ডিসিশন টু লিভ (পার্ক চ্যান-উক, দক্ষিণ কোরিয়া)।

কান উৎসবের ৭৫ বছর পূর্তি পুরস্কার: জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন (টরি অ্যান্ড লকিটা, বেলজিয়াম)। সেরা চিত্রনাট্যকার: তারিক সালেহ (ছবি: বয় ফ্রম হ্যাভেন, সুইডেন)। সেরা অভিনেত্রী: জার আমির ইব্রাহিমি (ছবি: হলি স্পাইডার, ইরান)। সেরা অভিনেতা: সং কাং হো (ছবি: ব্রোকার, দক্ষিণ কোরিয়া)।

জুরি প্রাইজ (যৌথভাবে): দ্য এইট মাউন্টেন (ফেলিক্স ফন খ্রোনিনেন ও শার্লোট ফান্দারমিয়ার্স, বেলজিয়াম) এবং ইও (ইয়াজি স্কলিমোস্কি, পোল্যান্ড)। ক্যামেরা দ’র: জিনা গামেল ও রাইলি কিয়াও (ছবি: ওয়ার পনি, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র)। ক্যামেরা দ’র (বিশেষ সম্মান): হায়াকাওয়া চিয়ে (ছবি: প্ল্যান সেভেনটি ফাইভ, জাপান)। সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য ওয়াটার মারমার্স (জিয়ানিং চেন, চীন)। আঁ সার্তে রিগা, সেরা চলচ্চিত্র: দ্য ওর্স্ট ওয়ানস (পরিচালক: লিজ আকোকা ও রোমান গিউরে, ফ্রান্স)। জুরি প্রাইজ: জয়ল্যান্ড (পরিচালক: সায়েম সাদিক, পাকিস্তান)।

সেরা পরিচালক: আলেকসানদ্রু বেল্ক (সিনেমা: মেট্রোনম, রোমানিয়া)। সেরা চিত্রনাট্য: মেডিটেরানিয়ান ফিভার (পরিচালক: মাহা হাজ, ফিলিস্তিন)। সেরা অভিনয়: ভিকি ক্রিপস (সিনেমা: করসেজ) এবং আদম বেসা (সিনেমা: হারকা)। জুরি ফেভারিট অ্যাওয়ার্ড: রোডিও (পরিচালক: লোলা কিভোরন)। সিনেফঁদাসো, প্রথম পুরস্কার: অ্যা কন্সপেরেসি ম্যান (ভালেরিও ফেরারা, ইতালির সেন্ত্রো স্পেরিমেন্তাল ডি সিনেমাটো গ্রাফিয়ার)। দ্বিতীয় পুরস্কার: সামহোয়্যার (লি জিয়াহে, চীনের হেবেই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন)। তৃতীয় পুরস্কার: গ্লোরিয়াস রেভোল্যুশন (মাশা নোভিকাভা, লন্ডন ফিল্ম স্কুল) এবং হিউম্যানস আর ডাম্বার হোয়েন ক্র্যামড আপ টুগেদার (লরেন ফেরনান্দেজ, ফ্রান্সের লা সিনেফ্যাব্রিক)। ফিপরেস্কি, মূল প্রতিযোগিতা শাখা: লেইলা’স ব্রাদারস (সায়ীদ রুসতাই, ইরান)।

Advertisement