এমডি রিয়াজ হোসেন, প্যারিস থেকে : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সরকারী সফরে ফ্রান্সের রাজধানী প্যারিস পৌছেছেন। স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্যারিস পৌঁছান তিনি।
চার্লস দ্য গল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ হোসেন। এদিকে হোটেল লবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ। হোটেল লবিতে ইউরোপের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান।
এদিকে হোটেল লবিতে শেখ হাসিনাকে শ্লোগানের মাধ্যমে অভ্যর্থনা জানাতে গিয়ে অনেকটা বিশৃঙ্খলা দেখা গেছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহেনা প্রচন্ড বিরক্তিবোধ করেছেন। তবে অনেকেই এ ব্যাপারে স্থানীয় নেতাদের দায়ী করছেন। বিশৃঙ্খলার কারনে বিদেশী নাগরিকদের কাছে ছোট হতে হয়েছে বাংলাদেশের প্রতিনিধি দলকে। এ নিয়ে অনেকেই আক্ষেপ করেছেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আগামী বুধবার রাতে ফ্রান্স ত্যাগ করবেন।
প্যারিস পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Advertisement