১০৫ রানে অলআউট শ্রীলংকা

এশিয়া কাপ ১৫তম আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১০৫ রানে অলআউট হয়েছে শ্রীলংকা।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফর্মেটে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আফগানিস্তান। প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেনি শ্রীলংকার হয়ে অভিষেক হওয়া দুই ওপেনার । আফগানিস্তানের দুই পেসার ফজলহক ফারুকি ও নাবীন উল হকের বোলিং তোপে ২ ওভারে ৫ রানের মধ্যে৩ উইকেট হারায় শ্রীলংকা।প্রথম ওভারের শেষ দুই বলে কুশল মেন্ডিসকে ২ ও চারিথা আসালঙ্কাকে শূণ্য হাতে বিদায় করেন ফারুকি। নিশাঙ্কাকে ৩ রানে থামিয়ে দেন নবীন।শুরুর ধাক্কাটা সামাল দিয়ে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরার পথ তৈরি করেন দানুস্কা গুনাথিলাকা ও ভানুকা রাজাপাকসে। তবে অষ্টম ওভারে গুনাথিলাকাকে আউট করে এই জুটি বিচ্ছিন্ন করেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। ৩টি চারে ১৭ রান করেন গুনাথিলাকা। ৩২ বলে ৪৪ রান যোগ করেন গুনাথিলাকা- রাজাপাকসে জুটি।চতুর্থ ব্যাটার হিসেবে গুনাথিলাকার আউটের পর ধস নামে শ্রীলংকার ইনিংসে। ৬০ থেকে ৭৫ রানের মধ্যে ৫ উইকেট হারায় লংকানরা। দলীয় ৭৫ রানে মধ্যে ৯ উইকেট হারালে ১শ রানের নীচে গুটিয়ে যাওয়ার শংকায় পড়ে লংকানরা। কিন্তু অভিষিক্ত দিলশান মাধুশঙ্কাকে নিয়েশেষ উইকেটে ৩০ রান যোগ করেন চামিকা করুনারতেœ। ইনিংসের শেষ ওভারে ফারুকির বলে করুনারতেœ আউট হলে ১০৫ রানে থামে শ্রীলংকা। ৩৮ বলে ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন করুনারতেœ। ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। তবে দলের পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ৩৮ রান করেন রাজাপাকসে। ৫টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। আফগানিস্তানের পক্ষে ফারুকি ১১ রানে ৩টি, মুজিব-অধিনায়ক মোহাম্মদ নবি ২টি করে উইকেট নেন।

Advertisement