ইয়েমেনে পদদলিত হয়ে অন্তত ৮৫ জন নিহত

ইয়েমেনে ঈদকে সামনে রেখে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৮৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩ শতাধিক।বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধনী ব্যবসায়ীরা যাকাত দিচ্ছে এমন খবরে রাজধানী সানার একটি স্কুলে জড়ো হয় কয়েকশ’ মানুষ। এসময় এতো বিপুল সংখ্যক মানুষকে যাকাত দেয়ায় শৃঙ্খলা রাখতে পারেনি কর্তৃপক্ষ। এক পর্যায়ে হুথি গোষ্ঠির সদস্যরা ফাঁকা গুলি চালালে তা বিদ্যুতের তারে আঘাত হানে।এতে ব্যাপক বিস্ফোরণ হলে লোকজন ভয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং পদদলিত হন অনেকে।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে বড় কমপ্লেক্সের ভেতরে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। সেসময় চারপাশে অবস্থান করা লোকেদের চিৎকার করতেও দেখা যায়।স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, যাকাতের অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজনের জন্য দায়ী দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে।

Advertisement