সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সবশেষ গতকাল (১ জুলাই) মারা যান ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকার। তার পাসপোর্ট নম্বর-ইই ০৫৪০২৪৬। শনিবার (২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে আটজন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন।এর আগে, গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হবে।চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।প্রসঙ্গত, করোনা ভাইরাস মহামারীর কারণে দুই বছর পর সৌদি আরবে হজ করার সুযোগ পেয়েছেন বাংলাদেশিরা।
হজে গিয়ে ১০ বাংলাদেশির ইন্তেকাল
Advertisement