জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্হা জাসাসের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ব্রিটবাংলা ডেস্ক:জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্হা জাসাসের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য জাসাসের পক্ষ থেকে আলোচনা সভা এবং কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য জাসাসের সাধারন সম্পাদক শিমুল তাছবির চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি   হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বি এন পির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম আজাদ,শহীদুল ইসলাম মামুন, মিছবাউজ্জামান সোহেল, মিডিয়া ব্যক্তিত্ব জুবায়ের বাবু সাবেক সভাপতি এম এ সালাম সাবেক সভাপতি জাসাস যুক্তরাজ্য , ইকবাল হোসেন সাবেক সাধারন সম্পাদক জাসাস যুক্তরাজ্য , রহিম উদ্দীন সভাপতি জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য, শরফরাজ শরফু

যুক্তরাজ্য জাসাসের উপস্থিত ছিলেন,সামসুল ইসলাম শাহীন,বদরুল ইসলাম, এম বদরুল ইসলাম,আব্দুল কাহার সালাম,বননা আহমেদ,হাবিবুর রহমান বাবলু, আব্দুল মোতালিব লিটন,তাজুল ইসলাম, তৌফীক চৌধুরী রাজ হাসান,শহীদ আহমদ,মোজাহীদ মূননা,সলমান মুরাদ আবূল হসেন আলম,রেজওয়ান দূলাল,মাহফূজূর রহমান মইনূল ইসলাম,সনীয়া তাসনীম,সাজমিন আক্তার পারুল, মরিয়ম বেগম হক,আব্দুল্লাহ আল মামুন,মাহফুজুর রহমান আবু মুরাদ, এম আলাঊদদীন,রাশেদ আহমদ প্রমুখ।

Advertisement