উইলিয়ামসের সেঞ্চুরিতে জয় দিয়ে সুপার সিক্স শুরু জিম্বাবুয়ের

সিন উইলিয়ামসের সেঞ্চুরিতে জয় দিয়ে সুপার সিক্স শুরু করলো জিম্বাবুয়ে।আজ সুপার সিক্সের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ১৪ রানে হারিয়েছে ওমানকে। অন্য দিকে সেঞ্চুরি করেও ওমানের হার এড়াতে পারেননি ওপেনার কাশ্যপ প্রজাপতি। উইলিয়ামস করেন ১৪২ রান। ওমানের প্রজাপতি ১০৩ রান করেন।বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ওমান। তিন নম্বরে নেমে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ও এবারের বাছাই পর্বে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস।১৪টি চার ও ৩টি ছক্কায় ১০৩ বলে১৪২ রান করেন উইলিয়ামস। এছাড়া সিকান্দারা রাজা ৪২, লুক জঙ্গি ২৮ বলে অপরাজিত ৪৩ রান করেন। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রানের বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে। ওমানের ফায়াজ বাট ৪টি উইকেট নেন।জবাবে প্রজাপতির ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে দারুনভাবে লড়াইয়ে থাকে ওমান। এক পর্যায়ে ৩৪ ওভারে ২ উইকেটে ১৮৬ রান তোলে। ৩৫তম ওভারে ব্যক্তিগত ১০৩ রানে আউট হন প্রজাপতি। ৯৭ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কা মারেন এই ডান হাতি ব্যাটার।
প্রজাপতি ফেরার পর ওমানের হয়ে দায়িত্বশীল ইনিংস খেলতে পারেননি আর কোন ব্যাটার। আকিব ইলিয়াস ৪৫, আয়ান খান ৪৭, অধিনায়ক জিসান মাহমুদ ৩৭ ও শেষদিকে মোহাম্মদ নাদিম ১৮ বলে অপরাজিত ৩০ রান করেও দলের হার এড়াতে পারেননি। ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৮ রান করে ওমান।জিম্বাবুয়ের তেন্ডাই চাতারা-ব্লেসিং মুজারাবানি ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন উইলিয়ামস।

Advertisement