ব্রিটবাংলা ডেস্কঃ১লা জানুয়ারি পূর্ব লন্ডনের ব্লু মুন সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী শ্রীমঙ্গল কমলগঞ্জ বাসীর সাথে এক সৌজন্য মত বিনিময় সভায় মিলিত হন সাবেক চিপ হুইপ জননেতা উপাধক্ষ্য আব্দুস শহিদ এম পি।
মুক্তিযুদ্ধা আব্দুর রহিমেরে সভাপতিত্বে নজরুল ইসলাম ও শোয়েব আফজালের পরিচালনায় মত বিনিময় সাভায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিপ হুইপ জননেতা উপাধ্যক্ষ আব্দুস শহিদ এম পি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে ,যুক্তরাজ্য আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি সুলতান মাহমুদ শরীফ,সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন আহমেদ,হরমুজ আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।
বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক সরব আলী ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম এ করিম ,কামাল চৌধুরী ,সাবেক মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা আহসান আহমেদ মুজিবুর রহমান জসিম ,ব্যবসায়ী জুহেল জামান আয়ামীলীগ নেতা সায়েদ আহমদ ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ নেতা নজরুল ইসলাম অকিব ,কমিনিটি নেতা জুহেল আহমদ তরফদার ,বাচ্চু বকত ,সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা গয়াছুর রহামন, মোজ্জামেল চৌধুরী টিপু ,নজমুল ইসলাম ইমন সহ যুক্তরাজ্য আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ নেতা/নেতৃবৃন্দ অংঙ্গ সংগঠন ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথি উপাধ্যক্ষ আব্দুস শহিদ এম পি উপস্থিত সকলকে বাংলাদেশ আয়ামীলীগের সাফল্য সম্ভবনা মানুষের দ্বারে পৌঁছানোর অনুরোধ করেন। আগামি নির্বাচনে আয়ামীলীগের সংখ্যাগরিষ্ট বিজয় নিশ্চিতে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহবান,দেশ স্বাধীন কালীন সময় থেকে আজও বধি প্রবাসীদের ভূমিকা দেশ প্রেমের ভূয়সী প্রসংশা করেন।
প্রিয় নেতা উপস্থিত বাসী শ্রীমঙ্গল কমলগঞ্জ নির্বাচনী এলাকার লোকজনের সাথে একান্ত সাক্ষাত ও প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করেন।