প্যারিস সংবাদদাতা:বিশ্বনাথের উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ” এই শ্লোগানকে সামনে রেখে ২০১১ সালে প্রতিষ্ঠিত ফ্রান্সে বসবাসরত বিশ্বনাথ উপজেলা বাসীর প্রথম সামাজিক সংগঠন “বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্স’ এর মহান বিজয় দিবস, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, উপজেলার সম্মানি ব্যক্তিদের সম্মাননা প্রদান, বর্তমান কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন উপলক্ষ্যে দ্বি-বার্ষিক সাধারণ সভা গত ৭ ই জানুয়ারি রবিবার প্যারিস শহরের গারদে নরদ এলাকায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশন এর সভাপতি মোঃ কানু মিয়ার সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সাজিদুর ইসলাম রজলু।
যুগ্ন সম্পাদক আতিকুর রহমান ও সাজ্জাদ মিয়ার যৌথ পরিচালনায় ও সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্স এর প্রধান উপদেষ্টা মফিজ আলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বি এন পির সহ সভাপতি সিরাজুর রহমান, গ্রেটার সিলেট এসোসিয়েশন ফ্রান্স এর সহ সভাপতি হাজী হাবিব, সদর উপজেলা এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি শাহ জামাল, সিলেট বিভাগ সমাজ কল্যাণ পরিষদ ফ্রান্স এর সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, সিলেট বিভাগ সমাজ কল্যাণ পরিষদ ফ্রান্স সদস্য মাহবুবুর রহমান বকুল, সিলেট বিভাগ সমাজ কল্যাণ পরিষদ ফ্রান্স সদস্য মেহেদী হাসান আলী, ছাতক-দোয়ারা জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিরন আহমদ, সদর ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স এর সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্স এর উপদেষ্টা আশিক মিয়া ও আমির আলি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- খসরু মিয়া, ফারুক আহমেদ, খলিলুর রহমান, আনছার আলী, আব্দুল আহাদ, ফরহাদ হোসেন, নজির আহমদ, বেলাল আহমেদ, শাহ সুমন, মনোয়ার হোসেন, হাফিজ শায়েক আহমদ, জামাল উদ্দিন, সাইম উদ্দিন, দিলওয়ার হোসেন, সাইফুর রহমান, ইমরান আহমদ, আসিক উদ্দিন, উজ্জ্বল হোসেন, জালাল উদ্দিন, লাল মিয়া, ফারুক মিয়া, আবুল লেইছ, আজাদ আহমদ, আব্দুল হাই (বাবুল), রিমন উল্লাহ, নজরুল আহমদ, সাইদুর রহমান, দিলওয়ার হোসেন, সুলতান আহমদ, রিপন দে,বদরুল আমিন (শিখান), শামিম আহমেদ, বদরুল আমিন প্রমুখ।
উক্ত সভায় ফ্রান্সে বসবাসরত বাংগালী কমিউনিটিতে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বিশ্বনাথের ২ কৃতি সন্তান বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্স এর প্রধান উপদেষ্টা ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ফ্রান্স এর আহবায়ক মফিজ আলী ও ফ্রান্স আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্স এর উপদেষ্টা দিলওয়ার হোসেন কয়েছ কে বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্স এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় ।