সিলেট অফিস:
যুক্তরাজ্য বিএনপির সভাপতি পদে এম এ মালেক ও সাধারণ সম্পাদক পদে কয়ছর এম আহমদ পুনঃনির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজনকে পুনরায় নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
রবিবার এক অভিনন্দন বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ সাদেক বলেন- সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিএনপি ত্যাগী ও সফল নেতৃবৃন্দের হাতে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্ব তুলে দিয়েছেন। এর মাধ্যমে শুধু যুক্তরাজ্য নয় গোটা বহির্বিশ্বে বিএনপি এবং জাতীয়তাবাদী আরো বেশী শক্তিশালী হবে। সাংগঠনিক কাজ আরো বেশী বেগবান ও গতিশীল হবে।
Advertisement