চ্যাডার্রটন ব্যাটমিন্টন ক্লাবের জার্সি উন্মোক্ত করন অনুষ্ঠান

সালেহ উদ্দিন সুমন, নুরুল ইসলাম সোহাগঃ মানচেষ্টারের ওল্ডহাম চ্যাডার্রটন ব্যাটমিন্টন ক্লাবের জার্সি উন্মোক্ত করন অনুষ্ঠান হয়ে গেল গতকাল রবিবার।

মিলেনিয়াম সেন্টারে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহন আলী ও কাউন্সিল র ফজলুল হক।

সিলেট কেটারিংএরসৌজন্যে ক্লাবটি জার্সি পেয়ে থাকে। ব্যাটমিন্টন খেলার চর্চায় ও দক্ষ খেলোয়াড় তৈরিতে তারা অনেক দিন থেকে কাজ করে যাচ্ছে।
ক্লাব সভাপতি ক্রীড়া সংঘটক আব্দুল হান্নান এ জার্সি প্রদানের জন্য উক্ত প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
ক্লাব সভাপতি আব্দুল হান্নান ছাড়াও আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ছাদিকুর রহমান, এ রহমান রুমেল, দেলোয়াল হোসেন শিবলী, তারেক, মাহবুবুল হাসান, ফরিদ, মাসুম, লিটন, আরিফ, রায়হান, শামিম প্রমুখ।

Advertisement