ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে নিজের ঘরে ৪০ বছর বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর প্রায় এক ঘন্টা আগে ইস্ট সাসেক্সের সিফ্রন্ট থেকে মহিলার স্বামী এবং তাদের দু’ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার বিকেল আনুমানিক ৬টার দিকে টুইকেনহ্যামের ঘর থেকে ছুরিকাঘাতে নিহত মহিলার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মহিলার মৃত্যুকে হত্যাকাণ্ড বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার সঙ্গে অন্যকেউ জড়িত আছে বনে করছে না পুলিশ।
এর আগে বিকেল ৫টার দিকে সাসেক্সের সমুদ্রতীর বিরলিন এলাকায় ৫৭ বছর বয়সী এক পুরুষ এবং সাত ও দশ বছর বয়সী দু ছেলের মরদেহ পাওয়া যায়। এরা ছুরিকাঘাতে নিহত মহিলার স্বামী এবং ছেলে বলে ধারনা করছে পুলিশ।
চার মৃত দেহের ময়নাতদন্ত করা হচ্ছে।
woman killed as family found dead at seafront
A woman has been found stabbed to death at her London home, an hour after the bodies of her husband and two sons were discovered at an East Sussex seafront.
Police found the woman, in her 40s, at the family home in Twickenham shortly before 18:00 GMT on Monday.
Sussex Police found three bodies – believed to be the woman’s husband, 57, and two boys, aged seven and 10 – at Birling Gap at about 17:00.
The woman’s death is being treated as murder.
Scotland Yard said they were not looking for anyone else in connection with her death.
Detectives were called to South Road in Twickenham after concerns were raised for the welfare of the occupants.
Post-mortem examinations will take place in due course, they said.
A crime scene remains in place at the Twickenham address.