কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে বো-ওয়েস্ট  অর্গানাইজেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রেজাউল করিম মৃধা : চ্যারিটি সংগঠন বো-ওয়েস্ট  অর্গানাইজেশনের উদ্যোগে গত ৩০মে বুধবার রিজেন্টস লেক ব্যাংকুইটিং হলে এক জনাকীর্ণ  ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয় | অনুষ্ঠানে  বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনিতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং ইসলামী স্কলারগণ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে কমিউনিটি নেতৃবৃন্দ বো-ওয়েস্ট  অর্গানাইজেশনের কার্যক্রমের ভুয়ুষী প্রসংসা করেন। অতিতের ন্যায় আগামী দিনেও কমিউনিটির স্বার্থ সংস্লিস্ট যে কোন কাজে সার্বিক সহযোগিতার কথা তাঁরা ব্যক্ত করেন। অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস  বো-ওয়েস্ট  অর্গানাইজেশনকে একটি স্থায়ী সেন্টারে স্থানান্তর করতে তাঁর প্রচেষ্টার কথা আবারও ঘোষনা করেন।
বো-ওয়েস্ট  অর্গানাইজেশনের সভাপতি মাওলানা কাসিম  উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস |
সংগঠনের ট্রাস্টি টিভি প্রেজেন্টার মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও বো-ওয়েস্ট  অর্গানাইজেশনের সেক্রেটারি মোহাম্মদ ইকবাল লতিফ ও ভাইস চেয়ারম্যান মাসুদ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস্ এর ডেপুটি মেয়র আসমা বেগম, টাওয়ার হ্যামলেটস্ এর স্পিকার আয়াস মিয়া, বিশিষ্ট আলেম মাওলানা শুয়াইব আহমদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আব্দুর রহমান মাদানী ও মুফতি আব্দুল মুনতাকিম, টাওয়ার হ্যামলেটস্ এর সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী, টাওয়ার হ্যামলেটস্ এর কাউন্সিলার আব্দুল কাহার চৌধুরী, কাউন্সিলার রুহুল আমিন, কাউন্সিলার সুফিয়া আলম, কাউন্সিলার তারেক খান, কাউন্সিলার মোহাম্মদ হারুন, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, সৈয়দ পুর যুব কল্যাণ পরিষদের সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ও বো ওয়েস্ট  অর্গানাইজেশনের সহ সাংগঠনিক সম্পাদক লুকমান হোসাইন ।
জনাকীর্ণ এ ইফতার মাহফিলে বিশিষ্ট জন যারা অংশগ্রহণ করেন বিশিষ্ট আলেম
মাওলানা ফারুক হোসাইন ফারুকী, বিশিষ্ট আলেম মাওলানা সৈয়দ তামিম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা সিরাজুল ইসলাম সাদ, হাফিজ মাওলানা মুশতাক, হাফিজ মাওলানা রশিদ আহমদ, বো মুসলিম সেন্টার এর চেয়ারম্যান সামসুল হক , গ্লোব টাউন মসজিদের সেক্রেটারি শিব্বির আহমদ, আর ডি এফ এর ট্রাস্টি আবু তাহের চৌধুরী ও জুবায়ের আহমদ চৌধুরী, সৈয়দ পুর যুব কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ সুয়েব আহমদ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মামুন আহমদ। বো-ওয়েস্ট  অর্গানাইজেশনের সহ সেক্রেটারি তাজ উল্লাহ, ট্রেজারার মিজান চৌধুরী, সহ ট্রেজারার বেলাল হোসাইন, উপদেষ্টা সাইফুল আলম রুকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী,মোহাম্মদ আবদুল মালিক,  মনির হোসেন ভূঁইয়া , শামীম আল মামুন , মুহিবুর রহমান মিনু, সামসুল ইসলাম , এখলাসুর রহমান,শামীম আহমেদ, নাজমুল হোসেন প্রমুখ |
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সেন্টারের ইমাম মাওলানা সালেহ আহমেদ | দোয়া পরিচালনা করেন সেন্টারের ইমাম মাওলানা সৈয়দ নাঈম আহমদ ।
উল্লেখ্য বো – ওয়েস্ট অর্গানাইজেশন গত ২০১৩ সাল্ থেকে রিজেন্টস লেক হলে নিয়মিত জুম্মা, তারাবী এবং ঈদ জামাতের আয়োজন করে আসছে |
Bow – west  organisation  এর পক্ষ থেকে সবাইকে আগাম ঈদ মুবারক|  আগামী  ঈদ জামাত সকাল ৯.৩০ টায় অনুষ্ঠিত হবে এতে  সবার উপস্থিতি কামনা  করা হয় |

Advertisement