বিবিসিএর ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

Britbangla24

বৃটিশ বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশন বিবিসিএর এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা  ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার পূর্ব লন্ডনের থাই এন্ড পাই রেষ্টুরেন্টে আয়োজিত এ ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিবিসিএর এর প্রেসিডেন্ট ও উইঞ্জর কাউন্সিলের কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম ।

বিবিসির সেক্রেটারী জেনারেল ও সাবেক কাউন্সিলার বিশিষ্ট ক্যাটারার সেলিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিবিসিএর চীফ ট্রেজারার তফজ্জুল মিয়া ।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের কর্মাসিয়াল কাউন্সিলার জাকারিয়া হক,লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা ক্যানারী ওয়ার্ফ গ্রুপের এসোসিয়েট ডাইরেক্টর জাকির খান, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলার মতিনুজ্জামান , সাবেক স্পীকার সাবিনা আকতার , কাউন্সিলার শেরওয়ান চৌধুরী, বিবিসিএর নেতা আব্দুল কুদ্দুছ , ইকে খান, তারাউল ইসলাম, মতিন মিয়া, এখলাছুর রহমান , শাহিদুর রহমান , আসিফ ইকবাল সহ আরো অনেকে ।

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ থেকে আগত কাতিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদ উদ্দিন ।

এতে আরো উপস্থিত ছিলেন প্রবাসী বালাগঞ্জ্ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি রবিন পাল, ব্যবসায়ী মনির আলী, মানজুর আহমদ, গোলাপ গঞ্জ এডুকেশন ট্রাস্টের সভাপতি আলতাফ হোসেন বাইস, সাবেক সভাপতি ফজলুল হক ফজলু , জিএসসি সাউথ ইস্টের সভাপতি ইছবাহ উদ্দিন , বাংলাদেশ সেন্টারের সাবেক সেক্রেটারী মুজিবুর রহমান , জনমতের বার্তা সম্পাদক মুসলেহ উদ্দিন ব্লুমুন হলের পরিচালক এম এ সালাম।

Advertisement