Funeral Prayer for the Grenfell Tower Fire Victim : গ্রেনফেল টাওয়ার ট্রাজেডি : সিরিয়ান নাগরিকের জানাজা সম্পন্ন (ভিডিওসহ)

ব্রিটবাংলা রিপোর্ট  : ওয়েস্ট লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরনকারী সিরিয়ান নাগরিক মোহাম্মদ আলহাজালীর নামাজে জানাজা বুধবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদ এন্ড লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে লন্ডন মেয়র সাদিক খান, মৃতের পরিবারের অন্যান্যা সদস্যসহ প্রায় ২ হাজার ৭শ মানুষ অংশ নেন। জানাজার আগে আলহাজালীর পরিবারের সঙ্গে একান্তে স্বাক্ষাতে তাদের খবরাখবর নেন লন্ডন মেয়র সাদিক খান। আলহাজালীর জানাজায় অংশ নিতে তার মা-বাবাকে সিরিয়ে থেকে আসার সুযোগ দিয়েছে হোম অফিস। অবশ্য দাফন সম্পন্নের পর তাদেরকে আবার ফেরত যেতে হবে। বিণামূল্যে আলহাজালীর দাফন কাজ সম্পন্ন করেছে চ্যারিটি সংস্থা ইডেন কেয়ার, হাজি তসলিম আলী ফিউনারেল সার্ভিস এবং গার্ডেন অব পিস সেমিট্টি।


উল্লেখ্য ওয়েস্ট লন্ডনে গ্রেনফেল টাওয়ারে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন সিরিয়ান নাগরিক আলহাজালী। তারা দুই ভাই এক ফ্ল্যাটে ছিলেন। আগুন লাগার পর দুই ভাই এক সঙ্গে বের হবার চেস্টা করেন। বহুতল ভবনের সিড়িতে এসে তারা পৃথক হয়ে যান। সৌভাগ্যক্রমে বেঁচে যান এক ভাই। গ্রেনফেল টাওয়ারের অগ্নিকান্ডের পর নিখোঁজ ব্যক্তি হিসেবে আলহাজালীর পরিচয় প্রথম সনাক্ত করে পুলিশ। ২৪ তলা ভবনের গ্রেনফেল টাওয়ারের আগুনে প্রায় ৭৯ জন মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে আরো অনেক এখনো নিখোঁজ রয়েছেন। ১শ ২০ টি ফ্ল্যাটের বসবাসকারী জীবিতরা এখন সর্বস্ব হারিয়ে স্থানীয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে জীবন যাপন করছেন। অবশ্য তাদের সহযোগিতার জন্যে প্রাথমিকভাবে জন প্রতি আড়াই হাজার পাউন্ড আর্থিক সহযোগিতা দিচ্ছে সরকার।

Funeral Prayer for the Grenfell Tower Fire Victim

Funeral prayers for Mohammed Alhajali, a victim of the  Grenfell Tower fire, took place today at the East London Mosque and London Muslim Centre. Mohammed’s family members and relatives were joined by a congregation of over 2,700 to perform the funeral prayer. The Mayor of London, Sadiq Khan, joined in the prayers after meeting privately with Mohammed’s family to offer his condolences.

The community has supported victims of the Grenfell Tower fire from the day it happened. Our congregation raised over £2,500 in its first collection, which was distributed on our behalf by the National Zakat Foundation. Mosque staff and volunteers were amongst the first to deliver water to displaced families on the day of the tragedy.

Today’s funeral arrangements were made by Eden Care, Haji Taslim Funeral Service and Gardens of Peace Cemetery at no cost to Mohammed’s family.

Mosque Chairman, Muhammad Habibur Rahman, said: “May Allah grant our brother Mohammed Alhajali Jannah (Heaven). May Allah give his family and friends patience at this difficult time. We pray for everybody who tragically lost their lives in the fire.”

Mayor Sadiq Khan called for an amnesty for all Grenfell Tower residents with irregular immigration status to be given the right to remain in the UK. #Source#ELM#

Advertisement