৫ জুলাই করোনার সার্ভিস সম্পর্কে কনসালটেশন মিটিংয়ে অংশ নেওয়ার আহ্বান : Residents invited to contribute to Coroner’s consultation

ব্রিটবাংলা রিপোর্ট : ধর্মীয় গাইড লাইন অগ্রাধিকার দিয়ে মরহেদ হ্যান্ডল করার দাবীতে ইনার নর্থ লন্ডন করোনারের প্রতি দীর্ঘ দিন থেকে দাবী জানিয়ে আসছে মুসলিম এবং জুইশ কমিউনিটির মানুষ। কিন্তু ইনার নর্থ লন্ডনের সিনিয়র করোনার এই দাবী মানতে রাজি নয়। তিনি আগে আসলে আগে পাবেন- ভিত্তিতে মরদেহ হ্যান্ডল করার পক্ষে মতামত দিয়ে আসছেন। এ নিয়ে ক্যাম্পেইনাররা কোর্টের পাশাপাশি সরকারের উচচ পর্যায়েও লবিং করে যাচ্ছেন। যদিও সরকারী গাইড লাইনে পরিস্কার বলা আছে, ধর্মীয় অনুভুতিকে অগ্রাধিকার দেওয়ার জন্যে। ইনার নর্থ লন্ডন করোনার ম্যারি হ্যাসল এতোদিন সরকারী গাইড লাইন উপেক্ষা করলেও অবশেষে কিছু নরম হয়েছেন মনে হচ্ছে।

এবার তিনি সাধারণ মানুষের মতামত জানতে চাচ্ছেন এ বিষয়ে। মৃতদেহ কিভাবে হ্যান্ডল করা উচিত অথবা প্রাধান্য দেয়া উচিত, এ সম্পর্কে বিশেষ প্রটোকল প্রণয়নের জন্যে আগামী ৫ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কেমডেন টাউন হলের কাউন্সিল চেম্বারে কনসালটেশনের আহ্বান করেছেন ইনার নর্থ লন্ডনের সিনিয়র করোনার ম্যারি হ্যাসল।

ইনার নর্থ লন্ডন করোনার টাওয়ার হ্যামলেটস, হ্যাকনি, ইজলিংটন এবং কেমডেন, এই চারটি বারার বাসিন্দাদের সার্ভিস দিয়ে থাকে। কনসালটেশন মিটিংয়ে এই চারটি বারার মানুষের মতামত নেওয়া হবে।

কনসালেটেশনে উপস্থিত থাকতে টাওয়ার হ্যামলেটস বারার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন বারার নির্বাহী মেয়র জন বিগস। কনসালটেশন মিটিংয়ে অংশ নিতে না পারলেও  এ বিষয়ে কারো কোনো আইডিয়া বা ধারণা থাকলে তা লিখিত আকারে আগামী ২১ জুনের ভেতরে St Pancras Coroner’s Court, Camley Street, London N1C 4PP এই ঠিকানায় পাঠাতে পারবেন।

 

Residents invited to contribute to Coroner’s consultation

People in Tower Hamlets are being invited to contribute to a consultation on how the Coroner should prioritise reported deaths.

The Senior Coroner for Inner North London, Mary Hassell, is creating a new protocol for the order in which deaths reported to her office should be considered – known as the Protocol for Prioritisation. The Senior Coroner for Inner North London runs services for Tower Hamlets, Hackney, Islington and Camden.

Coroner Hassell is inviting people from the four boroughs to share their ideas at a public consultation on Thursday 5 July at 6pm. It will take place at The Council Chamber, Camden Town Hall, Judd Street, London, W1CH 9JE.

Anyone who is unable to attend can share their ideas by writing to St Pancras Coroner’s Court, Camley Street, London N1C 4PP, to arrive by Thursday, 21 June 2018.

You can view the consultation invitation here.

Advertisement