ব্রিটবাংলা রিপোর্ট : নর্থ লন্ডনের ফিন্সবারি পার্ক মসজিদে হামলাকারী সাদা চামড়ার ইংলিশ টেরোরিস্ট ডেরন অসবোর্নকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত করেছে পুলিশ। পুলিশী হেফাজতে থাকা ডেরনকে মঙ্গলবার ওল্ডবেইলি কোর্টে হাজির করা হবে।
৪৭ বছর বয়সী ডেরন কার্ডিফের বাসিন্দা। গত রোববার মধ্যরাতে ফিন্সবারি পার্ক মসজিদের মুসল্লিদের ভেন চাপা দিয়ে হত্যার চেষ্টা করে সাদা চামড়ার সন্ত্রাসী ডেরন। তারাবী শেষ করে মুসল্লিরা তখন যারযার পথে বাড়ি ফিরছিলেন। এই হামলায় ৫১ বছর বয়সী বাঙালী মুসল্লি মকরম আলী নিহত হন। আহত হন আরো প্রায় ১১ জন। হামলাকারীকে উপস্থিত মুসল্লিরা সাথে সাথে আটক করে গণধুলাই দেন। পরবর্তীতে মসজিদের ঈমাম ক্ষুব্ধ মুসল্লিদের হাত থেকে তাকে রক্ষা করে পুলিশের হাতে তুলে দেন।
হামলাকারী ডেরন অসবোর্নকে শুক্রবার ওয়েস্টমিনষ্টার মেজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। মাত্র ৪ মিনিটের শুনানিতে আদালতে সে তার নাম, জন্ম তারিখ নিশ্চিত করে মাত্র। তবে তার কোনো ঠিকানা নেই বলে জানিয়েছে। পুলিশী হেফাজতে থাকা শ্বেতাঙ্গ টেরোরিস্ট ডেরন অসবোর্নকে আগামী মঙ্গলবার তাকে ওল্ডবেইলি আদালতে হাজির করা হবে।
Finsbury Park attack: Darren Osborne charged
A man has been charged with terrorism-related murder and attempted murder after a van was driven into worshippers near a mosque in north London.
Darren Osborne, 47, from Cardiff, was arrested after the incident in Finsbury Park in the early hours of Monday.
People were leaving prayers when the attack happened – killing one and leaving nine others in hospital.
Mr Osborne appeared at Westminster Magistrates’ Court, wearing a white police issue T-shirt.
In a hearing that lasted four minutes, he gave his name and date of birth, and said he had no address.
He was remanded in custody until a preliminary appearance at the Old Bailey on Tuesday.
The attack happened shortly before 00:20 BST, when the vehicle mounted the pavement outside Muslim Welfare House – which is also a community centre – on Seven Sisters Road.
The victim was named as 51-year-old Makram Ali, from Haringey, who came to the UK from Bangladesh when he was 10.